২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মেটার বিরুদ্ধে একচ্ছত্র আধিপত্য ও বেআইনি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগ

মেটার বিরুদ্ধে একচ্ছত্র আধিপত্য ও বেআইনি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগ -

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে করা অ্যান্ট্রিট্রাস্ট মামলায় সামাজিক মাধ্যমকেন্দ্রিক প্রযুক্তি সেবার বাজারে একচ্ছত্র আধিপত্য ও বেআইনি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগ তুলেছে ‘ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)’। বাজারে মেটা’র একচ্ছত্র আধিপত্য ভাঙতে অঙ্গপ্রতিষ্ঠান ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে আলাদা করার প্রস্তাব তুলেছেন সংস্থাটির আইনজীবীরা।
এফটিসির অ্যান্টিট্রাস্ট মামলা খারিজ করার জন্য ফেডারেল আদালতের কাছে ‘অনুরোধ’ করেছিল ফেসবুক। সেই অনুরোধ এবার নাকচ করে দিয়েছেন বিচারক, এফটিসির হাতে যথেষ্ট তথ্যপ্রমাণ থাকায় সবুজ সঙ্কেত দিয়েছেন মামলা চালিয়ে যাওয়ার। গত জুন মাসেই এফটিসির অভিযোগ নাকচ করে দিয়েছিলেন ওই একই বিচারক। সংস্থাটির আইনজীবীরা সামাজিক যোগাযোগের খাতে ফেসবুক ‘মনোপলি’র যথেষ্ট প্রমাণ দেখাতে পারেননি বলে সে সময় রায় দিয়েছিলেন ফেডারেল জজ জেমস বোসবার্গ।
আগস্ট মাসে নতুন করে অভিযোগ সাজিয়ে আদালতে দাখিল করেন এফটিসির আইনজীবীরা। ওই অভিযোগ বাতিল করতে আবারো বোসবার্গের শরণাপন্ন হয়েছিল ফেসবুক। তবে, এবার আর ধোপে টেকেনি প্রতিষ্ঠানটির অনুরোধ; এফটিসি অভিযোগে উল্লেখযোগ্য সংশোধন ও সংযোজন করায় মামলা চালিয়ে যেতে পারবে বলে রায় মিলেছে।
আদালতের রায় নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি এফটিসি। তবে এক বিবৃতিতে মেটা দাবি করছে, তথ্যপ্রমাণ দিয়েই এফটিসির অভিযোগের মৌলিক দুর্বলতা উন্মোচিত হবে বলে আত্মবিশ্বাসী তারা। শুনানিতে বোসবার্গ যে এফটিসির সামনের কাজগুলোকে বেশ কঠিন বলে আখ্যা দিয়েছেন, সে দিকেও দৃষ্টি আকর্ষণ করেছে মেটা। প্রযুক্তি শিল্পের সরব সমালোচনার জন্য পরিচিতি আছে বর্তমান এফটিসি প্রধান লিনা খানের। এই মামলাটি দিয়েই পর্যবেক্ষক সংস্থাটির প্রধান হিসেবে নিজের উপস্থিতির জানান দিয়ে অবস্থান শক্ত করার সুযোগ পাবেন খান। প্রযুক্তি বাজারে ‘বিগ টেক’ হিসেবে পরিচিত প্রতিষ্ঠানগুলোকে আইনপ্রণেতা এবং বাজার পর্যবেক্ষকদের নজরে এনে আইনি বিপাকে ফেলার পেছনে আলাদা কৃতিত্ব রয়েছে তার।
২০১৭ সালে ইয়েল ল’ জার্নাল-এ প্রকাশিত এক প্রবন্ধে বাজারে অ্যামাজনের আধিপত্যের ওপর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পরবর্তীতে মার্কিন কংগ্রেসের একটি সাব-কমিটির সদস্য হিসেবে ১৬ মাসের তদন্তে সহযোগিতা করেন। ২০২০ সালে আলোর মুখ দেখেছে ওই তদন্তের প্রতিবেদন। আর তদন্তের ফলাফল- বাজারে একচেটিয়া ক্ষমতা চালাচ্ছে অ্যামাজন, অ্যাপল, গুগল এবং মেটা।
বোসবার্গ এফটিসির মূল অভিযোগগুলোর একটি নাকচ করে দিয়েছেন। এফটিসির অভিযোগ ছিল, তৃতীয়পক্ষের কাউকে প্রতিষ্ঠানের ডেটায় প্রবেশাধিকার দেয়ার ব্যাপারে প্রতিযোগিতাবিমুখ আচরণ করেছে ফেসবুক। কিন্তু বোসবার্গের মতে, অভিযোগগুলো যে ঘটনার ভিত্তিতে করা হচ্ছে তা অনেক পুরনো এবং একই ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে এমন কোনো আশঙ্কা দেখাতে পারেনি এফটিসি; তাই নাকচ করে দেয়া হয়েছে অভিযোগটি।
একটি অভিযোগ বাতিল হলেও চাপ কমছে না মেটার ওপর থেকে। মামলায় হারলে সবচেয়ে লাভজনক দু’টি অঙ্গপ্রতিষ্ঠান হারাতে পারে বিশ্বের শীর্ষ সামাজিক মাধ্যমটি।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন মমতা ব্যানার্জি, প্রিয়াঙ্কা গান্ধী ‘যুদ্ধবিরতি ইসরাইলের জন্য কৌশলগত পরাজয়’ ডেসটিনির রফিকুল আমীনসহ ১৯ জনের মামলার রায় ১৫ জানুয়ারি আবারো হাসনাত আবদুল্লাহর গাড়িতে ট্রাকের ধাক্কা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার : হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ উজিরপুরে রিকশা ও ইজিবাইকের ব্যাটারি চুরির হিড়িক ৯ দফা দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশের ডাক চট্টগ্রাম আদালতে দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি শ্রীলঙ্কায় আকস্মিক বন্যায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

সকল